‘নেতাদের জেলে রেখে সিটি নির্বাচনে যাবে না ২০ দল’

NDPন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা যৌথ বিবৃতিতে বলেছেন, ‘নেতাকর্মীদের জেলে রেখে ২০ দলীয় জোট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে না।’
শুক্রবার বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘আন্দোলনকে বাধা দেওয়ার জন্য ৩ সিটি করপোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।’
নেতৃবৃন্দ বলেন, ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে কোনো সময় আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে জোট যাবে কিনা এ বিষয়ে স্পষ্ট বক্তব্য আসবে।’
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ‘নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করুন। তাহলেই নির্বাচনে ২০ দলীয় জোট অংশগ্রহণ করতে পারে।’
নেতৃদ্বয় অপর এক বিবৃতিতে নারায়ণগঞ্জে হিন্দু সম্প্রদায়ের অষ্টমী পূণ্যস্নানে পদদলিত হয়ে ১০ জন নিহত হওয়ায় তাদের বিদেহী আত্মার শান্তি চেয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend