‘সিদ্ধান্ত অমান্য করলে পরিণতি ভালো হবে না’ -প্রধানমন্ত্রী
গণতন্ত্র উন্নয়ন ও শান্তির লক্ষ্যে ‘বিএনপি-জামায়াতের নাশকতা নৈরাজ্য এবং অব্যাহত সন্ত্রাসের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘বৃহত্তর স্বার্থে দলের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে হবে। সিদ্ধান্ত অমান্য করলে এর পরিণতি ভালো হবে না।’
গণভবনে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় শুক্রবার সন্ধ্যায় এ কথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ও উন্নয়ন নিশ্চিত করার জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের মানুষ আজ শান্তি চায়। স্বাধীনতাবিরোধী অপশক্তি রুখতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ।