‘আইনশৃঙ্খলা বাহিনী পরিবারের সঙ্গে দেখা করেনি’
নিখোঁজ বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে উদ্ধারের বিষয়ে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর কেউ পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি বলে অভিযোগ করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। তিনি বলেন, ১৭ দিন পার হয়ে গেলেও আমি জানি না আমার স্বামী সালাউদ্দিন আহমেদ কোথায় আছেন, কীভাবে আছেন? আমি সবার কাছে বিশেষ করে প্রধানমন্ত্রীর কাছে আমার স্বামীকে অক্ষত অবস্থায় ফেরত দেওয়ার নির্দেশনা চাইছি।
শুক্রবার সন্ধ্যায় সালাহ উদ্দিন আহমেদের গুলশানের বাসায় সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে একদল আইনজীবী দেখা করতে গেলে হাসিনা আহমেদ এ সব কথা বলেন।
সাক্ষাৎ শেষে মাহবুব উদ্দিন বলেন, রাষ্ট্রের প্রতি নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। সালাহ উদ্দিন আহমেদ বিএনপির যুগ্ম-মহাসচিব। তিনি দেশের মন্ত্রী ছিলেন। তার মতো লোকের নিরুদ্দেশ হওয়া প্রতিটি নাগরিকের জন্য ভয়ঙ্কর। তাকে অবিলম্বে তার পরিবারের কাছে বা অভিযুক্ত হলে আদালতে হাজির করার দাবি জানাচ্ছি।
এ সময় এ্যাডভোকেট মহসীন মিয়া, এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, এ্যাডভোকেট ইকবাল হোসেন, এ্যাডভোকেট গোলাম মোস্তফা ও এ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম প্রমুখ উপস্থিত ছিলেন।