‘হিটলারের মতো মানুষ হত্যা করছেন খালেদা’ -নৌমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হিটলারের সঙ্গে তুলনা করে নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘হিটলার গেস্ট চেম্বারে বসে যেমন মানুষ হত্যা করেছিলেন, তেমনিভাবে খালেদা ঘরে বসে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করছেন। ২০ দলীয় জোট এভাবে মানুষ হত্যা করে খুঁচিয়ে খুঁচিয়ে গণতন্ত্রকে হত্যা করছে।’
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শনিবার দুপুরে বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শাজাহান খান খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি ২১ ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যাননি, ২৬ মার্চে স্মৃতিসৌধে গেলেন না। তাহলে কি পাকিস্তানে যেতে চান? অপেক্ষা করুন, বাংলার শ্রমজীবী মানুষ আপনাকে পাকিস্তানে পাঠিয়ে দেবে।’
তিনি বলেন, ‘পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করলে মানবাধিকার লংঘন হয় না। পুলিশ শৃঙ্খলা বজায় রাখতে গেলেই মানবাধিকার লংঘন হয়।’
সম্মেলনে বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, ‘শ্রমিকদের ন্যূনতম বেতন পাঁচ হাজার ৩০০ টাকা যথেষ্ট নয়। এটি বাড়িয়ে ১০ হাজার টাকা করতে হবে।’
বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের সভাপতি আলম খানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সলিডারিটি সেন্টার বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর এ্যালেঞ্জ গ্ল্যান সুসান, এ্যাকর্ড’র নির্বাহী পরিচালক রবার্ট ওয়েজ প্রমুখ।