‘ছাত্রলীগে কিছু আপদ রয়েছে’ -সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ছাত্রলীগ আমাদের সম্পদ। তারুণ্যে আমাদের সম্পদ। ছাত্রলীগ ও তারুণ্যকে আমাদের কাজে লাগাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের হাতে বই-কলম তুলে দিয়েছেন-তার সদ্ব্যবহার করতে হবে।’
তিনি বলেন, ‘ছাত্রলীগে কিছু কিছু জায়গায় আপদ রয়েছে। এদের সংখ্যা খুবই কম। সম্পদ যদি আপদ হয় তাহলে আমাদের সুনাম ক্ষুণ্ন হয়। তাই এ সব আপদকে ছাত্রলীগ থেকে বের করে দিতে হবে, ছাত্রলীগকে আপদমুক্ত করতে হবে।’
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সম্মেলনে শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যকালে ওবায়দুল কাদের এ সব কথা বলেন।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক বাবুল হাজরার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এ এইচ এম বদিউজ্জামান সোহাগ, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।