বলাৎকার থেকে বাঁচতে হত্যা
বলাৎকার থেকে বাঁচতে গিয়ে সিলেটের ওসমানী নগরের ক্ষুদ্র ব্যবসায়ী মন্টু দেবকে লোহার রড দিয়ে পিটিয়ে ও মাফলার পেঁচিয়ে হত্যা করা হয়েছে। সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক জেরিন সুলতানার আদালতে শুক্রবার বিকেলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘাতক মাছুম আহমদ রাজু (১৯) এ কথা জানায়।
রাজু নেত্রকোণা জেলার মদন উপজেলার আবদুন নুরের ছেলে।
ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরসালিন আদালতে রাজুর স্বীকারোক্তিমূলক জবানবন্দির কথা নিশ্চিত করে বলেন, ওসমানী নগরের মুদি দোকানি মন্টু দেব হত্যায় আটক মাছুম আহমদ রাজু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হত্যাকান্ডের পর লাশ উদ্ধার করতে গেলে পুলিশ মন্টুর দোকান থেকে দুটি যৌন উত্তেজক ট্যাবলেটের প্যাকেট উদ্ধার করে, যার মধ্যে একটিতে ট্যাবলেট ছিল না।
প্রসঙ্গত, গত ২৪ মার্চ দোকানের ভেতর থেকে ক্ষুদ্র ব্যবসায়ী মন্টু দেবের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় নিহত মন্টু দেবের মুখের ভেতর মাফলার ঢুকানো ও গলার বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া যায়।