ফাইনালেও আম্পায়ার ধর্মসেনা-ক্যাটলবোরাফ
চলতি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচের আম্পায়ারদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ২৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের এই ম্যাচে মুখোমুখি হবে আসরের দুই সহ-আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও ইংল্যান্ডের রিচার্ড ক্যাটলবোরাফ। থার্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার মারিয়াস এ্যারাসমাস। ফোর্থ আম্পায়ার হিসেবে থাকছেন ইংল্যান্ডের ইয়ান গোল্ড এবং ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক রঞ্জন মাদুগল।
শুক্রবার আইসিসির এক বিজ্ঞপ্তিতে ফাইনাল ম্যাচের আম্পায়ারদের নাম জানানো হয়েছে।
উল্লেখ্য, চলতি আসরে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচেও অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন ধর্মসেনা ও ক্যাটলবোরাফ।
এদিকে, এই ম্যাচে আম্পারিং করতে নামার সঙ্গে সঙ্গে কুমার ধর্মসেনাও একটি রেকর্ড গড়বেন। তিনিই হবেন ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি খেলোয়াড় ও আম্পায়ার হিসেবে বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার কৃতিত্ব দেখাবেন। এর আগে খেলোয়াড় হিসেবে ১৯৯৬ সালে বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কার হয়ে মাঠে নেমেছিলেন ধর্মসেনা।