৫৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

5363934dac417-DCC-pollsতফসিল ঘোষণার পরদিন থেকে শুক্রবার পর্যন্ত ৯ দিনে ঢাকা (উত্তর-দক্ষিণ) সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে তিনটি পদে দুই হাজার ১৯৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে মেয়র পদে রয়েছেন ৫৬ জন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর এক হাজার ৭৯১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৫০ জন আগ্রহী প্রার্থী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সরওয়ার মোর্শেদ দ্য রিপোর্টকে বলেন, ‘দক্ষিণে লড়াইয়ের লক্ষ্যে শুক্রবার বিএনপি নেতা মির্জা আব্বাস ও আসাদুজ্জামন রিপনসহ ৯ দিনে ৩০ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।’
তিনি জানান, তফসিল ঘোষণার দিন থেকে সাধারণ কাউন্সিলর পদে এক হাজার ৪১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম দ্য রিপোর্টকে বলেন, ‘শুক্রবার পর্যন্ত উত্তর সিটিতে নির্বাচন করতে মেয়র পদে ২৬ জন, সাধারণ কাউন্সিলর ৭৫০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।’
উত্তর সিটির সহকারী রিটার্নিং কর্মকর্তা ও স্টাফ অফিসার মো. নজরুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন, ‘শুক্রবার মেয়র পদে নির্বাচন করার লক্ষ্যে জাসদ নেতা অভিনেতা নাদের চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান ও কেন্দ্রীয় সহকারী প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।’
৫ জনকে কারণ দর্শানো নোটিশ : আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আগ্রহী পাঁচজন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সরওয়ার মোর্শেদ পাঁচজন কাউন্সির প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন। তাদের ৪৮ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। বৃহস্পতিবারও দুই সিটিতে তিনটি পদে ৩৯ জন আগ্রহী প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ পাঠান রিটার্নিং কর্মকর্তারা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend