শেরপুরে যমুনা রাইছ মিলে দুর্ধর্ষ ডাকাতি ।
শেরপুর চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি ও জেলা চাউল কল মালিক সমিতির সাধারন সম্পাদক আসাদুজ্জামান রৌশন এর দিঘারপারস্থ যমুনা অটো রাইছ মিলে গতরাতে দুর্ধষ এক ডাকাতির ঘটনা ঘটেছে ।
আনুমানিক রাত 2 টার সময় একদল ডাকাত মিলের প্রধান ফটকের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মিলের দায়িত্বে থাকা নাইট গার্ডকে বেঁধে , প্রায় তিনশত বস্তা আতব চাউল ট্রাকে করে নিয়ে পালিয়ে যায় ।
নাইগ গার্ডের তথ্য মতে , ডাকাতরা সবাই মুখে কালো কাপড় বেঁধে মিলে প্রবেশ করে এবং প্রবেশ করেই বাইরের সকল বাল্ব ভেঙ্গে ফেলে ।
জেলার ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরা এবং পুলিশ প্রশাসন ইতমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।