চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা আব্দুল গফুর
একাত্তরের রনাঙ্গনে মুক্তিযোদ্ধাদের কোম্পানী কমান্ডার, নন্নী-পোড়াগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর আজ শনিবার দুপুর বারোটায় সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। আজ সকাল ১১ টায় নালিতাবাড়ী উপজেলার নন্নী পোড়াগাও মৈত্রী কলেজ মাঠে তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। তিনি গতকাল দুপুর ১ টা ৩০ মিনিটের হৃদরোগে আক্রান্ত হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি………………. রাজেউন)।
জানাজায় অংশ নেওয়া মুসল্লিদের একাংশ
উক্ত জানাজায় উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার মোঃ আব্দুস সালাম, নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জহুরুল ইসলাম মাস্টার, ,জামালপুর জেলার বক্সীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মাওলা সাহেব।
উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মুখলেসুর রহমান রিপন, ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান লিটন, থানা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ মোল্লা , নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপ্সথিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মোঃ জিয়াউল হক মাস্টার, নালিতাবাড়ী উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নুরুল আমিন, জাতীয় পার্টির সভাপতি এডভোকেট আক্কাস আলী, নন্নী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই আজাদ, কাকরকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নাজিমুদ্দিন আহমেদ প্রমুখ।
নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মুখলেসুর রহমান রিপন তাঁর বক্তব্যে বলেন, “বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর এর মৃত্যুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বদলীয় স্মরণ সভার আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।” সেই লক্ষ্যে তিনি সবার সহযোগিতা কামনা করেন।