বকশীগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা
জামালপুর বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমের ওপর হামলার ঘটনায় বকশীগঞ্জ থানায় মামলা হয়েছে।
শনিবার দুপুরে পাঁচজনকে আসামি করে মামলাটি দায়ের করেন সাংবাদিক নাদিমের বাবা মো. আব্দুল করিম।
মামলার বাদী আব্দুল করিম জানান, তার ছেলে নাদিম শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোরটসাইকেলযোগে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় জেলার বকশীগঞ্জ উপজেলার বটতলায় পৌঁছালে এলাকার মাদক ব্যবসায়ী বিপ্লবের নেতৃত্বে ৬-৭ জনের একটি দল পথরোধ করে তাকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে।
এতে সাংবাদিক নাদিমের বাঁ-পা ভেঙে যায়। তার ব্যবহৃত মোটরসাইকেল ও ক্যামেরা কেড়ে নিয়ে যায় তারা। পরে স্থানীয়রা নাদিমকে উদ্ধার করে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।