ঢাকাতেই সীমাবদ্ধ থাকছে না কাদের সিদ্দিকীর আন্দোলন
কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচি শুধু রাজধানীতেই সীমাবদ্ধ থাকছে না। এর পরিধি এবার সম্প্রসারিত হচ্ছে ঢাকার বাইরেও। এমন তথ্য জানিয়েছেন দলটির একাধিক নেতা।
দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী রবিবার দ্য রিপোর্টকে বলেন, ‘বঙ্গবীরকে বাংলাদেশের বিশিষ্ট নাগরিকরা অবস্থান কর্মসূচির বার্তা সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। বঙ্গবীর চিন্তাভাবনা করছেন। পহেলা এপ্রিল বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করে আপনাদের জানানো হবে।’
কৃষক শ্রমিক জনতা লীগের একাধিক নেতাসহ ‘বন্ধু ভাবাপন্ন’ অন্য রাজনৈতিক নেতারাও অবস্থান কর্মসূচিকে ঢাকার বাইরে অবস্থান ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের উদ্যোগ ও বিএনপি নেত্রী খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহারের দাবিতে কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচির দুই মাস পূর্ণ হলো শনিবার।
দলীয় সূত্রে জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, এনপিপি সভাপতি শেখ শওকত হোসেন নীলু, ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, কবি আল মুজাহিদী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার প্রমুখ নাগরিকরা কাদের সিদ্দিকীকে অবস্থানের বার্তা ঢাকার বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
কৃষক শ্রমিক জনতা লীগের একাধিক নেতা জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত অথবা টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের মাধ্যমে কাদের সিদ্দিকী তার নতুন কর্মসূচি শুরু করতে পারেন।
তবে কাদের সিদ্দিকীর পরিবারে একাধিক সূত্রের দাবি, ৪ এপ্রিল কাদের সিদ্দিকীর মায়ের মৃত্যুবার্ষিকী। কাদের সিদ্দিকী তার মায়ের মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত কোনো মৃত্যুবার্ষিকীতে মায়ের কবর জিয়ারত বাদ দেননি। সেক্ষেত্রে বঙ্গবন্ধু ও মওলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে ৪ এপ্রিল কাদের সিদ্দিকী তার মায়ের কবর জিয়ারত করতে যেতে পারেন। তবে তিনি টাঙ্গাইলে তার বাসায় যাচ্ছেন না এটা নিশ্চিত।