ধানমণ্ডি লেকে রেলমন্ত্রীর ভাইয়ের লাশ
রাজধানীর ধানমণ্ডি লেক থেকে রেলমন্ত্রী মুজিবুল হকের বড় ভাই এবিএম আব্দুল লতিফের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ছিলেন।
রবিবার দুপুরে স্থানীয়রা লেকের পানিতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় বলে জানিয়েছেন ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।
তিনি জানান, খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
ওসি জানান, ধারণা করা হচ্ছে শনিবার রাতে ধানমন্ডি লেকে হাঁটার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে পানিতে পড়ে যেতে পারেন আব্দুল লতিফ।
তিনি জানান, আব্দুল লতিফের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। তার প্যান্টের চেইন খোলা ছিল।
মৃত্যুকালে তিনি শারমিন রহমান, শাবরিনা লতিফ নামে দুই মেয়ে ও সালমান লতিফ নামে ছেলে রেখে গেছেন।
এদিকে এ মৃত্যুর পেছনে কাউকে সন্দেহ করছেন কিনা এমন প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী মুজিবুল হক সাংবাদিকদের বলেন, আসলে সন্দেহ করে কিছু বলা ঠিক হবে না। তার এমন কোনো শত্রু ছিল না। পুলিশ তদন্ত করে বের করবে আসলে কি ঘটেছিল।
তিনি জানান, জানাজা শেষে রবিবার সন্ধ্যায় তার ভাইয়ের লাশ কুমিল্লার চৌদ্দগ্রামের বসুয়ারায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আব্দুল লতিফ ধানমণ্ডির পাঁচ নম্বর রোডের ২৩/এ নম্বর বাসায় থাকতেন।