মনোনয়নপত্র জমা দিলেন সালাম-মিন্টু

Untitled-2ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে (উত্তর-দক্ষিণ) মেয়র পদে রবিবার শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতা আবদুস সালাম ও আবদুল আওয়াল মিন্টু।
রাজধানীর গুলিস্থানে নাট্যমঞ্চে অবস্থিত ঢাকা দক্ষিণের অস্থায়ী রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিকেল সোয়া ৩টায় সালামের পক্ষে স্ত্রী ফাতেমা সালাম মনোনয়নপত্র জমা দেন।
এর আগে, আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে অবস্থিত ঢাকা উত্তরের অস্থায়ী রিটার্নিং অফিসারের কার্যালয়ে দুপুরে মনোনয়নপত্র জমা দেন মিন্টুর ছেলে তাফসির এম আওয়াল।
এ সময় তাফসির এম আওয়াল বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার দায়িত্ব ইসির। আমরা এ কথা নির্বাচন কমিশনকে জানিয়েছি। তাদের উচিত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরী করা। সবাই যেন সমানভাবে নির্বাচনী কার্যক্রম চালাতে পারে সেদিকে তাদের লক্ষ্য রাখতে হবে।’
‘কেউ আদালতে মামলার পেছনে দৌড়াচ্ছে, আবার কেউ নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। আসলে সবার জন্য সমান পরিবেশ থাকা উচিত’ যোগ করেন তিনি।
লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে আপনারা নির্বাচন থেকে ফিরে যাবেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’
আপনাদের পক্ষ থেকে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো দাবি রয়েছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘ইসি পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে। আমাদের পক্ষ থেকে এমন কোনো দাবি এখনো জানানো হয়নি।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend