আদিবাসীরা নিজেদের বাঙালী মনে করলেই উন্নয়ন নিশ্চিত হবে : ঝিনাইগাতীতে জাতীয় গারো ছাত্র সম্মেলনে প্রমোদ মানকিন
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন বলেছেন, আদিবাসীরা নিজেদেরকে বাঙালী মনে করতো না। নিজেদেরকে তাঁরা সমাজের মূল স্রোতধারা থেকে বিচ্ছিন্ন করে রাখতো। এজন্য তাদের উন্নয়নও সেভাবে হয়নি। কিন্তু এখন আদিবাসীদের নিজেদেরকে বাঙালী মনে করতে হবে। তবেই দেশের উন্নয়নের সাথে সাথে নিজেদের উন্নয়ন নিশ্চিত হবে। ২৯ মার্চ রবিবার দুপুরে জাতীয় গারো ছাত্র সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ওই কথা বলেন। প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বড় পাইলট’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ওনি যেভাবে দেশের সর্বস্তরের উন্নয়ন ঘটাচ্ছেন তাতে ওনার বিমান আকাশ ছোঁবে।
‘ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামই চুড়ান্ত লক্ষ্যে পৌঁছার একমাত্র সোপান’-এ শ্লোগানে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী মরিয়মনগর আদিবাসী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগাছাস) ৩ দিনব্যাপি ওই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। বাগাছাসের কেন্দ্রীয় সভাপতি পিন্টু হাউই-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী এ.কে.এম. ফজলুল হক চাঁন, ইউএনও মোজাম্মেল হক, বাগাছাসের সাবেক সভাপতি অধ্যাপক অঞ্জন ম্রং, আদিবাসী নেতা নবেশ খকসী, আলফ্রেড চিরাণ, রবেতা ম্রং, অ্যাডভোকেট রিপন পল স্ক্রু, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও কেন্দ্রিয় সহ সভাপতি পবিত্র ম্রং প্রমুখ। পবিত্র ম্রং তার বক্তব্যে বলেন, গারো আদিবাসীরা বিভিন্নভাবে নির্যাতিত হয়ে আসছে। গারো আদিবাসীরা যাতে নির্যাতিত না হয়, সেদিকে সরকারের সুদৃষ্টি দিতে হবে।
সম্মেলন সারাদেশে বাগাছাসের ১৯ টি ইউনিটের প্রায় এক হাজার ৫শ গারো ছাত্র এবারের জাতীয় সম্মেলন ও কাউন্সিলে অংশগ্রহণ করেন।