ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় শেরপুরে ১৮১৬ বেকার কর্মসংস্থানের প্রথম ধাপ শুরু
ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় শেরপুর সদর উপজেলায় ১ হাজার ৮শ ১৬ জন বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের প্রথম ধাপ শুরু হয়েছে। ২৯ মার্চ রবিবার সকালে ওই কর্মসূচির আওতায় উপজেলা মাস্টার ট্রেনারদের দু’দিনব্যাপি ওরিয়েন্টেশন কোর্স শুরু হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ওই ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান ও এএসপি (হেড কোয়ার্টার) মো. শাহনেওয়াজ।
ওরিয়েন্টেশনে উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং ৫২ জন মাস্টার ট্রেনার উপস্থিত ছিলেন। ওই প্রশিক্ষণ শেষে তারা উপজেলার ১ হাজার ৮শ ১৬ জন ন্যাশনাল সার্ভিস প্রকল্পের আওতায় আবেদনকারী বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষন দেবেন।