জিমেইলে অর্থ লেনদেন
জিমেইল থেকে অর্থ পরিশোধ সেবা চালু করতে যাচ্ছে গুগল। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম গুগলের এই পরিকল্পনার কথা জানিয়েছে।
‘পনি এক্সপ্রেস’ নামক এই সেবা চালু হলে জিমেইল থেকেই বিভিন্ন সেবার জন্য অর্থ পরিশোধ করা যাবে। আর অর্থ পরিশোধের ক্ষেত্রে ব্যবহার করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট কিংবা ক্রেডিট কার্ড।
কেবল ব্যবহারকারীর বিভিন্ন ব্যক্তিগত তথ্য সেখানে দিলে গুগল নিজে থেকেই এসকল তথ্য যাচাই করে ব্যাংক অ্যাকাউন্ট কিংবা ডেবিট কার্ড জিমেইলের সাথে সংযুক্ত করে দেবে।
তবে কবে নাগাদ এই সেবা চালু করা হবে, সে ব্যাপারে কিছু জানায়নি গুগল। যদিও সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই বছরের শেষ নাগাদ এটি চালু করা হতে পারে।