জুড়ী উপজেলা উপনির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী
জেলার জুড়ী উপজেলা উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গুলশান আরা মিলি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল ইসলাম রাত ৯টার দিকে এ ফল ঘোষণা করেন।
মিলি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও এই উপজেলার প্রয়াত চেয়ারম্যান আব্দুল মুমিত আশুকের স্ত্রী।
গুলশান আরা মিলি (ঘোড়া) ২২ হাজার ৪৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. বদরুল হোসেন (আনারস) পেয়েছেন ১১ হাজার ৭৬৩ ভোট। এ ছাড়া মো. গিয়াসউদ্দিন ১১ হাজার ৫৭৬ ভোট, হোসনে আরা বেগম ২ হাজার ১৯৭ ভোট, তাজুল ইসলাম ২৫২ ভোট ও আব্দুল মুহিত শিপলু পেয়েছেন ১৯ ভোট।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গত বছরের ২২ নভেম্বর জুড়ী উপজেলা চেয়ারম্যান এম এ মুমিত আশুক মারা গেলে পদটি শূন্য হয়।