আইসিসিকে আনুষ্ঠানিক অভিযোগ বাংলাদেশের

BCB-ICCগত ১৯ মার্চ অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মার্চের ২০ তারিখেই বিসিবির পক্ষ থেকে এ ব্যাপারে আইসিসির কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
এ বিষয়ে বিসিবির সিইও বলেছেন, ‘ম্যাচের এক দিন পর (২০ মার্চ) বিসিবির পক্ষ থেকে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো হয়েছে।’
তাহলে এতদিন বিষয়টি প্রকাশ করা হয়নি কেন? এ প্রশ্নের জবাবে সুজন বলেছেন, ‘আমরা এই বিষয়টি পর্যবেক্ষণের জন্য আইসিসিকে সময় দিয়েছি। আশা করছি, আইসিসির পরবর্তী বোর্ড সভায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসবে। এরপরই মিডিয়াকে জানানোর পরিকল্পনা ছিল আমাদের। আপাতত এর বাইরে অন্য কোনো তথ্য আমার কাছে নেই। আইসিসির পরবর্তী সভা শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।’
উল্লেখ্য, ১৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের আম্পায়ার ইয়ান গোল্ড এবং পাকিস্তানী আম্পায়ার আলিম দারের বিতর্কিত কয়েকটি সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে। যা নিয়ে পরবর্তী বাংলাদেশসহ ক্রিকেট বিশ্বের তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। ম্যাচে ১০৯ রানে জয় পায় ভারত। ওই ম্যাচের পর ক্ষোভ ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। পাশাপাশি ম্যাচ শেষ হওয়ার পরপরই ক্ষোভ প্রকাশ করেছেন আইসিসি প্রেসিডেন্ট ও বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি।
এ নিয়ে পরবর্তী সময়ে আইসিসির শীর্ষ ব্যক্তিদের সঙ্গে মুস্তফা কামালের দূরত্ব তৈরী হয়ে গেছে ইতোমধ্যে। যা মেলবোর্নের মাঠে আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পষ্টই দেখা গেছে। এমনকি ওই ঘটনার রেশ ধরে আইসিসির গঠনতন্ত্র লঙ্ঘন করে বিজয়ী অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিয়েছেন আইসিসি চেয়ারম্যান শ্রীনিবাসন। অথচ গঠনতন্ত্র অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে মুস্তফা কামালেরই বিশ্বকাপ ট্রফিটি বিজয়ী দলের হাতে তুলে দেওয়ার কথা ছিল। এমনকি পুরস্কার বিতরণীর মঞ্চেও মুস্তফা কামালকে উপস্থিত হতে দেওয়া হয়নি।
ভারত-বাংলাদেশ ম্যাচটি শেষ হওয়ার পর পরই বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনও জানিয়েছিলেন, বাজে আম্পায়ারিংয়ের বিষয়টি নিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করবে বিসিবি।
এদিকে, ওই ম্যাচের দুই আম্পায়ারের শাস্তি চেয়ে আইসিসির কাছে আপিল করার জন্য বিসিবিকে আইনী নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এক আইনজীবী। মঙ্গলবার ডাকযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি, ক্রিকেট টিমের ম্যানেজার ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর এ নোটিশ পাঠিয়েছেন ইউনূস আলী আকন্দ নামের এই আইনজীবী। নোটিশে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আম্পায়ারদের শাস্তি চেয়ে আইসিসির কাছে নোটিশ করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে আপিল কার না হলে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে বাংলাদেশের উচ্চ আদালতে রিট করার কথাও জানিয়েছেন তিনি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend