বৃহস্পতিবার ভোর থেকে ২৪ ঘণ্টার হরতাল
সারাদেশে বুধবার বিক্ষোভ এবং বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ফের হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
তবে সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে ঢাকা ও চট্টগ্রাম মহানগর হরতালের আওতামুক্ত থাকবে।
২০ দলীয় জোটের পক্ষে মঙ্গলবার বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপির অন্যতম যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ ২০ দলীয় জোটের নিখোঁজ নেতাকর্মীদের অবিলম্বে সুস্থ ও অক্ষত অবস্থায় ফেরতের দাবিতে বুধবার সারাদেশে জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০ দলীয় জোটের কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি ও গণগ্রেফতারসহ হামলা-মামলা বন্ধ করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে চলমান অবরোধের পাশাপাশি এ কর্মসূচি পালান করা হবে।’
২০ দলের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘অন্যান্য কর্মসূচি পরিবর্তিত হলেও ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়া পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।’
বিজ্ঞপ্তিতে ২০ দলীয় জোট ঘোষিত সকল কর্মসূচি দেশবাসীকে শান্তিপূর্ণভাবে পালনের জন্য খালেদা জিয়ার পক্ষে আহবান জানানো হয়।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে গত দুই দিন ২০ দলীয় জোটের ডাকা হরতাল কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণভাবে পালন করায় ২০ দলীয় জোট নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।