শ্রীবরদীতে জাতীয় পার্টির কমিটি গঠন আলতাফ আহ্বায়ক ও রানা সদস্য সচিব
শ্রীবরদী প্রতিনিধি: গতকাল ৩১ শে মার্চ মঙ্গলবার শেরপুরের শ্রীবরদীতে জাতীয় পার্টির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস উদ্দিন এবং সাধারণ সম্পাদক অধ্য শফিকুল ইসলাম ঠান্ডা স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দেশের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি’র শ্রীবরদী উপজেলা শাখা’র নির্বাহী কমিটি বিলুপ্ত করে ৩৫ সদস্য বিশিষ্ট এক নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শ্রীবরদী পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলতাফ হোসেনকে আহ্বায়ক, উপজেলা জাতীয় পার্টির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আক্রাম হোসেন মন্টু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন, সিনিয়র সহ-সভাপতি নুর জামান ও শেরপুর জেলা জাতীয় শ্রমিক পার্টির যুগ্ম আহবায়ক এটিএম রায়হান রতনকে যুগ্ম আহ্বায়ক, শ্রীবরদী উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানাকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। এছাড়াও সদ্য ঘোষিত কমিটিতে শ্রীবরদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শেরপুর জেলা জাতীয় পার্টির সহ সভাপতি খোরশেদ আলম ফর্সাকে উপদেষ্টা ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের ঘনিষ্ঠজন বলে পরিচিত আবু নাসের বাদলকে সম্মানিত সদস্য করা হয়েছে। নব গঠিত কমিটির আহ্বায়ক আলতাফ হোসেন বলেন-জাতীয় পার্টির তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের দীর্ঘদিনের দাবী বাস্তবায়নের ল্েয শেরপুর জেলা জাতীয় পার্টি একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে। সকল ভেদাভেদ ভুলে ঐক্যের আহ্বান জানিয়ে আগামীতে এই কমিটি তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রীবরদী উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে জাতীয় পার্টির কমিটি গঠন করবে। অপরদিকে উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটি গঠন করায় জেলা জাতীয় শ্রমিক পার্টির যুগ্ম আহ্বায়ক এটিএম রায়হান রতন বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেছেন।