‘সিটি নির্বাচন নিরপেক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নেই’ -ডা. শফিকুর রহমান
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মনে করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান মঙ্গলবার রাতে সংবাদ বিবৃতিতে এ মন্তব্য করেছেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকার সমর্থিত প্রার্থীরা রাষ্ট্রীয় আনুকূল্য নিয়ে তাদের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আর ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থীরা হামলা, মামলা, গ্রেফতার ও গুম হওয়ার আশঙ্কায় নির্বাচনী কার্যক্রমে যথাযথভাবে অংশগ্রহণ তো দূরের কথা, নিজের বাড়িতেও থাকতে পারছেন না।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘সরকার জনগণের ন্যায্য ভোটাধিকার হরণ ও গণতন্ত্র হত্যা করেছে। তারা সংবিধান লঙ্ঘনকারী। এই সরকারের জুলুম-নিপীড়নে গোটা দেশ আজ এক ভয়ঙ্কর পরিস্থিতিতে নিপাতিত রয়েছে। নির্বাচনের নামে প্রহসনের আয়োজন করে ২০১৪ সালের ৫ জানুযারি জনগণের সঙ্গে এক মহাপ্রতারণার আয়োজন করেছিল।’
জামায়াতের অভিযোগ, ‘একইভাবে উপজেলা নির্বাচনেও নির্বাচনী ব্যবস্থার কবর রচনা করে সরকার ভোট ডাকাতি, জালিয়াতি ও কেন্দ্র দখলের মহোৎসব পালন করেছে। ভোটের নামে জনগণের সঙ্গে আরেকটি প্রহসনের পুনরাবৃত্তি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সম্পন্ন হওয়ার আলামত দেখা যাচ্ছে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘২০ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের সঙ্গে সরকারের আচরণ, পুলিশের পক্ষ থেকে গ্রেফতারের হুমকি ও নির্বাচন কমিশনের দায়িত্বহীন উক্তি স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে, সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সরকার দলীয় প্রার্থীদের সিটি করপোরেশনের আসনগুলোতে বসানোর জন্য শুধুমাত্র আনুষ্ঠানিকতা সম্পন্ন করার উদ্দেশ্যেই নির্বাচনের আয়োজন করেছে। আমরা সরকারের এহেন ঘৃণ্য অপকৌশলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে নির্বাচনে সকল পক্ষের সমান অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’
সরকারের জুলুম নির্যাতন ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে অভিযোগ করে শফিকুর রহমান বলেন, মঙ্গলবারও সারাদেশে জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের প্রায় দুইশত নেতা-কর্মীকে আইন-শৃঙ্খলা বাহিনী অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
বিবৃতিতে ২০ দলীয় জোট ঘোষিত গণতান্ত্রিক সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানায় জামায়াত।