ঝিনাইদহের শৈলকুপায় দূর্যোগ প্রস্তুতি দিবসের র্যালি ও আলোচনা সভা
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০১৫ উপলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘যথাযথ প্রস্তুতি সহনীয় য়তি’ এ শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে উপজেলা চত্ত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদণি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয়। পরে হলরুমে দূর্যোগ প্রস্তুুতি দিবসের উপর উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিক-শিার্থী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।