ঝিনাইদহের হরিনাকুন্ডুতে স্কুল চলাকালিন সময় কোচিং, এক শিক্ষক গ্রেফতার, জরিমানা আদায়

Jhinadhoজাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ : ঝিনাইদহের হরিনাকুন্ডুতে স্কুল চলাকালিন সময়ে এক শিককে গ্রেফতার করলেন প্রথম শ্রেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুর রহমান। গ্রেফতারকৃত স্কুল শিকের নাম দেলোয়ার হোসেন, তার বাড়ি উপজেলার হরিশপুর গ্রামে। এ ঘটনায় উক্ত শিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে আর এ ধরনের অবৈধ কোচিং পরিচালনা করবেন না মর্মে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে। জানা গেছে অদ্য ৩১/৩/২০১৫ তািরখ মঙ্গলবার দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুর রহমান উপজেলার সাতব্রীজ বাজার এলাকার সপ্তশেতু প্রি- ক্যাডেড স্কুল প্রাংগনে একটি কোচিং সেন্টারে আকশ্মিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এ সময় শিকরা পালিয়ে যায়। এ সময় উক্ত শিক দেলোয়ার হোসেন কে গ্রেফতার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন এবং ৩ হাজার টাকা জরিমানা করেন। এসময় উক্ত শিক ভবিষ্যতে আর এ ধরনের অবৈধ কোচিং পরিচালনা করবেন না বলে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃস্টি হয়েছে এবং অবৈধ কোচিং পরিচালনাকারী শিকদের মাঝে আতংকের সৃস্টি হয়েছে। এ ঘটনায় সচেতন অভিভাবক মহল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমানকে ধন্যবাদ জানিয়েছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend