ইসিকে ঢাকার প্রার্থীদের মামলার তালিকা দেবে ডিএমপি
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করা প্রার্থীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের মামলা রয়েছে কিনা তার তালিকা নির্বাচন কমিশনের (ইসি) কাছে পাঠাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার যুগ্ম-কমিশনার মো. মনিরুল ইসলাম মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের মামলা রয়েছে কিনা তা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। মঙ্গলবার রাতের মধ্যে এ তথ্য পাঠানো হবে। আগামীকাল থেকে প্রার্থিতা যাচাই-বাছাই করা হবে। সে সময়ও ডিএমপি’র একাধিক প্রতিনিধি সেখানে উপস্থিত থাকবেন। প্রার্থীরা যে সকল তথ্য উত্থাপন করবেন তা তদারকি করবেন ডিএমপি’র প্রতিনিধিরা।’
মনিরুল ইসলাম আরও বলেন, ‘ইসিকে সব ধরনের সহযোগিতা করবে ডিএমপি। আমরা আমাদের ওপর অর্পিত সকল দায়িত্ব যথাযথভাবে পালন করব। সিটি করপোরেশন নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সন্ত্রাসমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন ডিএমপি তা নিশ্চিত করবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘যারা জেল থেকে অথবা আত্মগোপনে থেকে মনোনয়নপত্র নিয়েছেন অথবা যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে তাদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তবে এদের ক্ষেত্রে যদি নির্বাচন কমিশনের কোনো বিধিনিষেধ না থাকে তবে পুলিশের সিদ্ধান্ত দেওয়ার কিছু নেই। শুধু ফৌজদারি অপরাধে অপরাধী হলে ব্যবস্থা নেওয়া হবে।’