খালেদার সঙ্গে বৈঠক শেষে এমাজউদ্দিন ‘নির্বাচন থেকে বিএনপির সরে আসার প্রশ্নই আসে না’

Tareq-Khaleda-Zia-Emaj-Sir-30.03.15ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও শত নাগরিক জাতীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে বিএনপির নির্বাচন থেকে সরে আসার প্রশ্নই আসে না।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন যদি নির্বাচনের পরিবেশ বজায় না রাখে এবং নির্বাচন সুষ্ঠুভাবে না করে, তা হলে জনগণ তাদের ধিক্কার জানাবে।’
গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার রাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক এমাজউদ্দীন আহমদ এ কথা বলেন।
তার নেতৃত্বে শত নাগরিক কমিটির প্রতিনিধিদল রাত ৮টার দিকে গুলশান কার্যালয়ে যায়। তারা প্রায় ২ ঘণ্টাব্যাপী বৈঠক করেন।
এমাজউদ্দীন জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন সিটি নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তাদের কথা হয়েছে।
একজন নির্বাচন কমিশনার বলেছেন, ‘প্রার্থীদের গ্রেফতারে কমিশনের অনুমতি লাগবে না।’ এর প্রতিক্রিয়ায় বিশিষ্ট এ শিক্ষাবিদ বলেন, ‘কমিশনের অনুমতি না লাগলে বিএনপি আইন অনুয়াযী পদক্ষেপ নেবে।’
শত নাগরিকের প্রতিনিধিদলে আরও ছিলেন ঢাবির সাবেক প্রো ভিসি ড. আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক মাহবুব উল্লাহ, ড. সুকোমল বড়ুয়া, সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ, প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, ব্যারিস্টার ফাহিমা নাসরিন প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend