শ্রীবরদীতে হঠাৎ শিলাঝড়ে ফসলের ক্ষতি
শ্রীবরদী প্রতিনিধিঃ বুধবার বিকালে শ্রীবরদীতে হঠাৎ আগাম শিলাঝড়ে ফসল ও ফলের ক্ষতি হয়েছে। এতে আগাম বোরো ধান, বিভিন্ন ধরনের মৌসুমী ও আগাম সবজি, আম, লিচুসহ মৌসুমী ফলের ক্ষতি হয়েছে।
জানা যায় , বিকাল ৩ :৪০ মিনিটের সময় শ্রীবরদী পৌর শহর সহ উপজেলার ১০টি ইউনিয়নের উপর দিয়ে প্রচন্ড শিলাবৃষ্টির ঝড় বয়ে যায়। এতে আম, জাম, লিচু সহ বিভিন্ন শাক সবজি ও ইরি-বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৈশাখ না আসতেই হঠাৎ এ শিলাঝড়ে অনেকেই যেমন অবাক হয়েছেন তেমনি বয়োজষ্ঠরা জানান, বিগত ২০/২৫ বছরে এরকম শিলাঝড় তারা দেখেনি।