অবৈধ পাথরে নির্মিত হচ্ছে ঝিনাইগাতীর রাবার ড্যাম
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার নলকুড়া এলাকায় মহারশি নদীর উপর রাবার ড্যাম নির্মিত হচ্ছে অবৈধ লোকাল পাথর দিয়ে। এর প্রমান মেলে ১লা এপ্রিল বুধবার সকালে রাবার ড্যাম এলাকায় গিয়ে। সরেজমিনে পরিদর্শন ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, এই রাবার ড্যাম নির্মানের শুরু থেকেই রাবার ড্যাম নির্মানের সাথে জড়িত মেসার্স রাফিয়া এন্টারপ্রাইজ এন্ড এমসিজিবি’র সাইট ম্যানেজার বাচ্চু মিয়া ও সাইইট ইঞ্জিনিয়ার নামে পরিচিত ফরিদপুরের ছোরহাব হোসেনের ছেলে জুবায়ের হোসেন হিমু রাবার ড্যাম নির্মানে প্রয়োজনমত এলসি পাথর ব্যবহার না করে অবৈধ লোকাল পাথর দিয়ে নিম্ন মানের নির্মাণ কাজ চালিয়ে আসছে। ইতিপূর্বে এলাকাবাসী এসবের বিষয়ে বারবার প্রতিবাদ করেও কোন ফল পায়নি ফলে ১লা এপ্রিল বুধবার সকালে স্থানীয় জনতা রাবার ড্যাম সংলগ্ন অবৈধ পাথর ভর্তি একটি ট্রলি আটক করে স্থানীয় বন বিভাগ ও সাংবাদিকদের খবর দিলে ট্রলির ড্রাইভার গাড়ী রেখে পালিয়ে যায়। এ অবৈধ পাথরের বিষয়ে সাইট ম্যানেজার বাচ্চু মিয়া ও সাইইট ইঞ্জিনিয়ার কোন সদুত্তর দিতে পারেননি। ফলে ওই দুই ব্যক্তির নাম তালিকাভুক্ত করে বনবিভাগের লোকজন অবৈধ পাথরের গাড়ীটি জব্দ করে। এ রির্পোট লেখা পর্যন্ত এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি, তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়। এ ব্যাপারে রাংটিয়া বিট কর্মকর্তা মেজবাহুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে, অবৈধ এ পাথরের সাথে কে বা কাহারা জড়িত, তা আমারা খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নিবেন বলে তিনি এ প্রতিনিধিকে জানান।