শ্রীবরদীতে এইচএসসি-সমমানের পরীক্ষা অনুষ্ঠিত
সারা দেশের ন্যায় শ্রীবরদীতে এইচএসসি-সমমান পরীক্ষার ১ম দিনের বাংলা প্রথমপত্র্রের পরীক্ষা শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শ্রীবরদী সরকারী কলেজের বিজ্ঞান শাখায় ৮৬ জন, ব্যবসায় শিক্ষা শাখা ৮৯ জন এবং মানবিক শাখায় ৩শ ৯৩ জন পরীক্ষার্থী আয়শা আইন উদ্দিন মহিলা কলেজে কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের মানবিক শাখায় ১শ ৩৮ জন পরীক্ষার্থী সরকারী কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। ইসলামিয়া কামিল মাদ্রাসার সাধারণ শাখায় ২শ ৮৩ জন, বিজ্ঞান শাখায় ১৭ জন এবং মুজাব্বিদ শাখায় ১২ জন আলিম পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শ্রীবরদী টেকনিক্যাল এন্ড বি.এম কলেজের ১শ ৪৭ জন পরীক্ষার্থী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। খরিয়াকাজিরচর মডেল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ২শ ৫০ জন পরীক্ষার্থী বিকালে পরীক্ষায় অংশ নেয়। আইডিয়াল কলেজের ৬ জন পরীক্ষার্থী সরকারী কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। কেন্দ্র সমূহে তদারকির দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর রউফ, মাধ্যমিক একাডেমীক সুপারভাইজার মোশারফ হোসেন প্রমুখ। পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিন সকল কেন্দ্র সমূহের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করেন।