ঝিনাইদহের কালীগঞ্জে মাদকের ভয়াবহতা ব্যাপক হারে বৃদ্ধি
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে মাদকদ্রব্যের ভয়াবহতা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। শহর হতে গ্রাম অঞ্জলের প্রত্যেকটি জায়গাতে মাদকদ্রব্য প্রকাশ্যে ক্রয়-বিক্রয় করা হচ্ছে। প্রশাসনের নিরব ভূমিকা এবং সরকার দলীয় নেতাদের সহায়তায় এমন অবাধে মাদক বিক্রয়-চোলাচালের সুযোগ পাচ্ছে অবৈধ্য ব্যবসায়ীরা। স্থানীয় পর্যায়ে প্রতিবেদন করতে যেয়ে জানা গেছে . এই মাদকের প্রধান রা কর্তা প্রশাসন ও সরকার দলিয়ো নেতা কর্মীরা। মাদক বিক্রেতার কাছ থেকে সরকার দলীয় তেনারা এবং কিছু প্রশাসনের লোক মাসোহারা নিয়ে থাকেন। ফলে মাদকের দাবানলে কালীগঞ্জ জ্বলছে,নষ্ট হচ্ছে অসংখ্য সুন্দর জীবন। শিা,ব্যবসা বাণিজ্য সহ সর্বেেত্র কালীগঞ্জ এগিয়ে যাচ্ছে। এমতাবস্থায়, স্কুল,কলেজ সহ শ্রমজীবী চাকুরীজীবী অনেকের আজ মাদকের ভয়াবহতার শিকার হচ্ছে মাদকের সহজলভ্যতার ফলে। মাদকের দাবানল থেকে মুক্তির দাবিতে কালীগঞ্জের সচেতন ব্যক্তিবর্গ,যুবসমাজ সহ সর্বস্থরের মানুষ “মাদকমুক্ত কালীগঞ্জ চাই” শ্লোগানে এগিয়ে চললেও কোন রকম সহায়তা পাচ্ছে না প্রশাসন এবং জনপ্রতিনিধির । মাদক ব্যবসায়ীদের নাম, ঠিকানা,অবস্থান উল্লেখ করে ব্যবস্থার দাবি জানালেও সবাই নিরব ভূমিকা পালন করছে।