ঝিনাইদহের কোটচাঁদপুরে ২৫ কর্মজীবী শিশুকে সেলাই মেশিন বিতরণ
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে সোনার বাংলা ফাউন্ডেশন ২৫ জন কর্মজীবী শিশুদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলনকে ঝিনাইদহ জেলার কর্মজীবী শিশুদের উন্নতিকরণ প্রকল্পের আওতায় ও কিন্ডার মিশনার্ক জার্মানির সহযোগিতায় এ সেলাই মেশিন বিতরণ করা হয়।ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার দেবপ্রসাদ পালের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস ও প্রকল্প কো-অর্ডিনেটর কুদরাত-ই-খুদা। অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ জেলা প্রশাসক শফিকুল ইসলাম বলেন, সোনার বাংলা ফাউন্ডেশন কর্মজীবী, ভবঘুরে ও ছিন্নমূল শিশুদের খুঁজে বের করে তাদের শিাসহ কারিগরি প্রশিণ দিয়ে আত্মনির্ভরশীল গড়ে তোলার যে উদ্যোগ গ্রহণ করেছে, তা প্রশংসার দাবিদার। তিনি কর্মজীবী শিশুদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। প্রধান অতিথি ২৫ জন কর্মজীবী শিশুদের মধ্যে সেলাই মেশিন তুলে দেন।