প্রতিবন্ধীদের অবহেলা না করার আহ্বান প্রধানমন্ত্রীর

pmপ্রতিবন্ধীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর মধ্য দিয়ে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, ‘যারা অটিজমে ভোগে তাদেরকে অবহেলা না করে তাদের ভেতরের সুপ্ত শক্তিটিকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে। তাহলে তাদের কাছ থেকে আমাদের সমাজ অনেক কিছু শিখতে পারবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দনিউরো ডেভলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট ২০১৩ নামে আমরা একটি আইন করেছি এবং একটি ট্রাস্ট গঠন করেছি। যার মাধ্যমে আমরা এই শিশুদের সহযোগিতা করব। তাদের কল্যাণের জন্য একটি ট্রাস্ট ও একটি ফাউন্ডেশন গঠন করা হয়েছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘প্রতিবন্ধীদের মা-বাবারা অনেক সময় হতাশা প্রকাশ করেন, হতাশার কোনো কারণ নেই। তাদের ভালোবাসা-স্নেহ দিয়ে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলুন। সমাজের সচেতন মানুষরা প্রতিবন্ধীদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখুন। তারা জাতীয় সম্পদ হিসেবে গড়ে উঠবে।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend