‘বিএনপির প্রার্থী সংকট, সমর্থন চাইতে পারি’ -মাহী বি চৌধুরী
বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাহী বি চৌধুরী বলেছেন, ‘বিএনপির প্রার্থী সংকট আছে। আমি যেহেতু জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি সেহেতু বিএনপির সমর্থন চাইতে পারি। যদিও আমি বিএনপি করি না।’
গুলশানে অল কমিউনিটি ক্লাবে বুধবার রাতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্লুব্যান্ড কল নামে একটি সংগঠন ‘প্রজন্ম ভাবনা, প্রজন্ম স্বপ্ন, প্রজন্ম দায়িত্ব, প্রজন্ম শহর’ শীর্ষক এ আলোচনা সভার আয়েজন করে।
মাহী বি চৌধুরী বলেন, ‘৪০ বছর আর কেউ রক্ত দিতে চায় না। অথচ ৪০ বছর পরও বলা হচ্ছে দিয়েছিতো রক্ত আরও দিবো রক্ত।’
তিনি বলেন, ‘বর্তমান প্রজন্ম রক্ত দেওয়ার রাজনীতি চায় না, শ্রম ও ঘাম দেওয়ার রাজনীতি চায়। এ প্রজন্ম শুধু আবেগ দেখতে চায় না, কর্মসূচি দেখতে চায়।’
অনুষ্ঠানে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমীন ব্যাপারীকে মাহী বি চৌধুরীর নিবার্চনী উপদেষ্টা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
নুরুল আমীন ব্যাপারী বলেন, ‘ঢাকায় অনেক সমস্যা আছে। মাহী বি চৌধুরী একজন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে চান। আলোকিত ঢাকা গড়ার প্রত্যয় নিয়ে তার যে যাত্রা শুরু হলো আপনাদের সহযোগিতায় শেষ পর্যন্ত পৌঁছাতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করছি।’
এদিকে বুধবার বিকেলে কড়াইল বস্তি, বনানী ও গুলশান-২-এর ডিসিসি মার্কেটে গণসংযোগ করেন মাহী বি চেধুরী। এলাকার বাসিন্দাদের সঙ্গে দেখা করে মেয়র নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
– See more at: http://www.thereport24.com/article/98643/index.html#sthash.9W8zGRZZ.dpuf