৩৫তম বিসিএসের প্রিলিমিনারিতে উত্তীর্ণ ২০ হাজার ৩৯১

35-BCS৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ২০ হাজার ৩৯১ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।
সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) বুধবার বিকেলে ফল প্রকাশ করা হয়েছে।
ফল প্রকাশ সংক্রান্ত সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেলিটক মোবাইল থেকে ফল পেতে ম্যাসের অপশনে গিয়ে PSC লিখে স্পেস দিয়ে ৩৫ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
এতে আরো বলা হয়েছে, লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে কৃতকার্য প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে বিপিএসসি ফর্ম-২ ডাউনলোড করে সংগ্রহ করবেন। এ ফর্ম পূরণ করে ৩৫তম বিসিএসের বিজ্ঞাপনের ১৪ অনুচ্ছেদ এবং ফর্মে উল্লিখিত নির্ধারিত কাগজপত্রসহ ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত প্রতি কর্মদিবসে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কমিশনের নির্ধারিত কেন্দ্রসমূহে জমা দিতে হবে।
নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে বিপিএসসি ফর্ম-২ জমা না দিলে প্রার্থিতা বাতিল হবে এবং প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
গত ৬ মার্চ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি চাকরি পেতে এ পরীক্ষায় দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেন। এটিই বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী।
৩৫তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮০৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend