নতুন মুখ রনি; পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা

Replaceপাকিস্তানের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এই দল ঘোষণা করা হয়েছে। দলে নতুন মুখ গত মৌসুমে প্রিমিয়ার ক্রিকেট ও জাতীয় লিগে ভাল খেলা রনি তালুকদার।
দল ঘোষণার আগে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেছেন, ‘সফল একটা সফরের পর দল বাছাই কঠিন ছিল না। তবে উন্নতির জায়গা থাকেই। বিশ্বকাপে ১৫ জনের দল দিয়েছিলাম এখন ১৪ জনের দল দিচ্ছি। একজন কমেছে আর ২ জনকে পরিবর্তন করা হয়েছে।’ তিনি আরও যোগ করেছেন, ‘কোচ ও অধিনায়কের সঙ্গে কথা বলেছি, তাদের পরামর্শ নিয়েছি। ই-মেইলে কোচের সঙ্গে আলোচনা হয়েছে। এমনকি প্রস্তুতি ম্যাচে তিনি কি চান সে ব্যাপারেও তার সঙ্গে কথা হয়েছে।’
দল ঘোষণার আগে গুঞ্জন ছিল লিটন কুমার দাস অথবা রনি তালুকদার জায়গা পাচ্ছেন। এরপর অপেক্ষা ছিল কে হচ্ছেন তামিমের যোগ্য সঙ্গী? শেষ পর্যন্ত লিটন কুমারকে হটিয়ে জায়গা করে নিয়েছেন রনি। এই বিষয়ে ফারুক আহমেদ বলেছেন, ‘এই ২ জনকে নিয়ে আমরা লম্বা সময় কাটিয়েছি। লিটনের চেয়ে রনি একটু অভিজ্ঞ। শেষ ৫-৬ বছর ধরে সে ঘরোয়া পর্যায়ে ভাল ক্রিকেট খেলছে। এর মাঝে এক বছর ওর খারাপ কেটেছে। আমাদের মনে হয়েছে, এই মুহূর্তে রনি একটু এগিয়ে আছে। লিটন হয়তো সামনে কোনো একটি ফরম্যাটে সুযোগ পাবে।’ তিনি আরও যোগ করেছেন, ‘রনি জাতীয় দলে খেলেনি। কিন্তু অনূর্ধ্ব-১৯ দলে খেলেছে। এই পর্যায়ে আসতে সে ৩-৪ বছর সময় নিয়েছে। প্রচুর শট খেলতে পারে। সাইড স্ট্রোক খুব ভাল খেলে। আর লিটনকেও আমাদের প্রায় প্রস্তুত মনে হয়েছে।’
সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ছিলেন আবুল হাসান রাজু। পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও দলে ফিরেছেন তিনি। মাঝে বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন না এই পেস অলরাউন্ডার। রাজুকে দলে নেওয়া প্রসঙ্গে ফারুক বলেছেন, ‘আমাদের সেরা পছন্দ ছিল শফিউল। ওর হাতে একটা অস্ত্রোপচার হওয়ায় তাকে বিবেচনা করা হয়নি। আবুল হাসান একজন অলরাউন্ডার, ব্যাটিংটাই ওকে এগিয়ে রেখেছে।’
আগের সিরিজেও জুবায়ের খুব গুরুত্বপূর্ণ ছিল। এই সিরিজেও সুযোগ দেওয়া হল না তাকে। এই প্রসঙ্গে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেছেন, ‘কন্ডিশন, প্রতিপক্ষ একটা বড় ব্যাপার। সে প্রতিভাবান, জিম্বাবুয়ের বিপক্ষে যার স্বাক্ষর সে রেখেছে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে সে কার্যকর হবে বলে আমাদের মনে হয়নি। সামনে টেস্ট সিরিজ আছে, দেখা যাক।’
আল-আমিন বাদ পড়ার কারণ হিসেবে তিনি বলেছেন, ‘পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছেন তিনি। দেশে ফেরার পর ঘরোয়া ক্রিকেট খেলছেন, কিন্তু ভাল করছেন বলে আমাদের মনে হচ্ছে না।’
তাইজুল ইসলামের বাদ পড়া প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেছেন, ‘আরেকজন বাঁ হাতি স্পিনার কিন্তু আমরা দলে নিয়েছি। আর গত কিছু দিন ধরেই নাসির অফস্পিন খুব ভাল করছে। একজন ব্যাটসম্যান যদি ভাল বল করে তাকে আমরা সুযোগ দিতে চাই। আর তাইজুলের জন্য সামনে টেস্ট ম্যাচ রয়েছে।’
১৪ সদস্যের বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, রনি তালুকদার, সৌম্য সরকার, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আবুল হাসান রাজু, রুবেল হোসেন ও আরাফাত সানি।
উল্লেখ্য, নিষেধাজ্ঞা থাকায় প্রথম ওয়ানডে ম্যাচে অংশ নিতে পারবেন না অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার পরিবর্তে প্রথম ম্যাচে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend