আস্থা অর্জনে খালেদাকে গিবসনের পরামর্শ

khaledaপ্রায় ৩ মাস গুলশানের কার্যালয়ে অবস্থান করার পর নিজ বাসভবনে ফিরে যাওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন।
এ সময় ব্রিটিশ হাইকমিশনার আশা প্রকাশ করেন, বিএনপি চেয়ারপারসন জনগণের মাঝে আস্থা অর্জন করতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করবেন।
ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনারের কার্যালয় থেকে বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে বার্তা পাঠিয়ে এ তথ্য জানানো হয়।
গণমাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়, সাক্ষাৎকালে রবার্ট গিবসন অস্থিরতা কমাতে বেগম খালেদা জিয়ার বাসায় প্রত্যাবর্তনকে স্বাগত জানান এবং আস্থা গড়ে তোলার অন্যান্য উপায় অনুসরণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতি বিএনপির সমর্থন দেওয়ার মাধ্যমে নির্বাচকমণ্ডলীকে প্রার্থী বাছাইয়ে প্রকৃত গণতান্ত্রিক সুযোগ করে দেওয়ার ঘটনাকেও ব্রিটিশ হাইকমিশনার স্বাগত জানান।
রবার্ট ডব্লিউ গিবসন আশা প্রকাশ করেন, নির্বাচনী প্রচারণা হবে সহিংসতামুক্ত। পরিপূর্ণভাবে, আইন ও বিধিবিধানের প্রয়োগের দায়িত্ব নির্বাচন কমিশনের। এ বিষয়ে নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা পালন করবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend