সরে দাঁড়ালেন ববি ও সালাম
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী হিসেবে সরে দাঁড়ালেন বিএনপি নেতা আবদুস সালাম ও জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা ববি হাজ্জাজ।
ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী আবদুস সালামের পক্ষে আইনজীবী মো. সেলিম বৃহস্পতিবার বিকেলে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার নওয়াবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, রাজধানীর বনানীতে বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী থেকে নিজের সরে দাঁড়ানার ঘোষণা দেন ববি হাজ্জাজ।
সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি নেতা সালাম ও জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা ববি হাজ্জাজ মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন। ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে তাদের দুজনের নাম নানা সময়ে গণমাধ্যমে আসে।
ঢাকা উত্তরে ২০ দলীয় জোটের প্রার্থী দৌড়ে থাকছেন ব্যবসায়ী নেতা ও বিএনপি চেয়ারপারসেন উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টুর ছেলে তাবিথ আওয়াল ও মাহী বি চৌধুরী। অন্যদিকে আবদুস সালাম প্রত্যাহার করায় দক্ষিণে মেয়রপ্রার্থী থাকছেন মির্জা আব্বাস।