‘বিধিবাম’ তাই সরে দাঁড়ালেন কবরী
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী। তবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টিকে ‘বিধিবাম’ বলে আখ্যা দিয়েছেন তিনি।
আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলমের কাছে বিকেল সাড়ে ৪টায় মনোনয়ন প্রত্যাহারের আবেদন দাখিল করেন তিনি।
দাখিল শেষে তিনি বলেন, ‘আমি একজন সৎ ব্যক্তি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে আশাবাদী ছিলাম। কিন্তু বিধিবাম নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।’
কবরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের নির্দেশে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। রাজনীতি করি। দলের নিয়ম-কানুন মেনে চলতে হয়।’
অপর মেয়র প্রার্থী আনিসুল হকের পাশে থাকবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আনিসুল হকের সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি। তিনি যদি সহযোগিতা চান তবে তার পাশে থেকে কাজ করতে রাজি আছি।’
একই দিন মোস্তফা কামাল আজাদী নামে এক মেয়র প্রার্থীও তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।