রিয়ালের জার্সিতে রোনাল্ডোর ৩০০তম গোল
তৃতীয় খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদের হয়ে ৩০০তম গোলের মাইলফলক স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। স্প্যানিশ লীগে চলতি মৌসুমে দলের ৩০তম ম্যাচে আলমেরিয়ার বিপক্ষে ১টি গোল করে রিয়ালের হয়ে ৩০০ গোল করার নজির গড়েন রোনাল্ডো।
ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার ইউনাইটেড ছেড়ে ২০০৯-১০ মৌসুমে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে নাম লেখান রোনাল্ডো। ব্যস, এই দলের সাথে একরকম সন্ধি করে ফেলেন তিনি। আর রিয়ালের ঘর ছেড়ে যাননি অন্য কোথাও। চলতি মৌসুমসহ রিয়ালে খেলে ফেলেন ছয়টি মৌসুম। আর তাতেই রিয়ালের জার্সি করে ফেলেছেন গোলের অন্যতম এক রেকর্ড।
তৃতীয় খেলোয়াড় হিসেবে রিয়ালের জার্সি গায়ে করেছেন ৩০০তম গোল। এর আগে দু’জন রিয়ালের হয়ে ৩০০ গোল করার নজির গড়েছেন। এরা হলেন- স্পেনের স্ট্রাইকার রাউল ও আর্জেন্টিনার স্ট্রাইকার আলফ্রেডো ডি স্টেফানো।
রিয়াল মাদ্রিদের হয়ে তিনশ’ত গোলদাতারা :
খেলোয়াড় বছর ম্যাচ গোল
রাউল ১৯৯৪-২০১০ ৭৪১ ৩২৩
আলফ্রেডো ডি স্টিফানো ১৯৫৩-১৯৬৪ ৩৯২ ৩০৮
ক্রিস্টিয়ানো রোনাল্ডো ২০০৯-চলতি ২৮৮ ৩০০
প্রত্যক মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে রোনাল্ডোর গোলের পরিসংখ্যান :
মৌসুম ম্যাচ গোল
২০০৯-১০ ৩৫ ৩৩
২০১০-১১ ৫৪ ৫৩
২০১১-১২ ৫৫ ৬০
২০১২-১৩ ৫৫ ৫৫
২০১৩-১৪ ৪৭ ৫১
২০১৪-১৫ (চলতি) ৪২ ৪৮
মোট ২৮৮ ৩০০