কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার
মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায় বাস্তবায়নে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যার পর কারাগারের মূল গেটের সামনে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে। আশপাশের স্থায়ী ও ভ্রাম্যমাণ দোকানগুলোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বন্ধ করতে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়ি ভবনের ছাদে কাউকে না ওঠার জন্য বলা হয়েছে। কারাগারের পাশের রাস্তাগুলো দিয়ে যান চলাচল সীমিত রাখা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি, লালবাগ) মোহাম্মদ মফিজউদ্দিন আহমেদ দ্য রিপোর্টকে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কারাগারের আশপাশে কোথাও যাতে যানজট না লাগে সে জন্য যান চলাচল সীমিত রাখা হয়েছে।’
সন্ধ্যার পর কারাগারের ভেতর এক ভ্যান বাঁশ নিয়ে যাওয়া হয়। কারাগার গেটের ব্যারিকেড এলাকায় গণমাধ্যম সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। সেখানে প্রথম ও দ্বিতীয় সারিতে কারারক্ষী এবং তৃতীয় সারিতে র্যাব সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।