‘রায় কার্যকরে শেষ সময়ের প্রস্তুতি চলছে’
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে আর সময় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ‘রায় কার্যকরে শেষ সময়ের প্রস্তুতি চলছে।’ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠান শেষে শুক্রবার রাত পৌনে ৯টায় তিনি বলেন, ‘কামারুজ্জামানকে আর সময় দেওয়া হচ্ছে না।’
এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন আজ (শুক্রবার) রাতেই ফাঁসি হচ্ছে কিনা? স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী সরাসরি উত্তর না দিয়ে বলেন, ‘নিয়ম অনুসারে প্রক্রিয়া চলছে।’
এর আগে, নাম প্রকাশ না করার শর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেন, আজ (শুক্রবার) রাত ১২টা ১ মিনিট অথবা ভোরে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে।
ঢাকা জেলার সহকারী সিভিল সার্জন আহসান হাবিব শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রবেশ করেছেন।
এদিকে, পুলিশ সদর দফতরের বিশেষ সূত্র জানিয়েছে, শুক্রবার রাতেই কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হতে পারে।
র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ দ্য রিপোর্টকে বলেন, আদালতের রায় কার্যকরের দায়িত্ব কারা কর্তৃপক্ষের। তারা যে কোনো সময় তা করতে পারে। সে ক্ষেত্রে র্যাব সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত রয়েছে।
অপরদিকে, লালবাগ এলাকার ডিসি মোহাম্মদ মফিজ উদ্দীন আহমেদ বলেন, আমরা কারাগারের জন্য রাতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছি।