কারাগারের সামনে এ্যাম্বুলেন্স
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে দুটি এ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রাখা হয়েছে।
এদিকে, সন্ধ্যা ৭টার পর থেকে কারাগারের সামনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উৎসুক মানুষকে সামনের রাস্তায় আসতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া মিডিয়াকর্মীদেরও গেটের সামনে থাকতে দেওয়া হচ্ছে না। নির্ধারিত গ্রাউন্ডের বাইরে দাঁড়িয়ে আছেন তারা।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি শুক্রবার রাতেই কার্যকর হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেন, আজ (শুক্রবার) রাত ১২টা ১ মিনিট অথবা ভোরে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে।
এদিকে, পুলিশ সদর দফতরের বিশেষ সূত্র দ্য রিপোর্টকে জানিয়েছে, শুক্রবার রাতেই কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে।
র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, আদালতের রায় কার্যকরের দায়িত্ব কারা কর্তৃপক্ষের। তারা যে কোনো সময় তা করতে পারে। সে ক্ষেত্রে র্যাব সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত রয়েছে।