বৃষ্টিহীন পয়লা বৈশাখে বাড়বে রোদের তেজ
পয়লা বৈশাখ মঙ্গলবার বাংলা নববর্ষের দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে রোদের তাপ থাকবে বেশ। আবহাওয়া অধিদফতর থেকে এ তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. শাহ আলম সোমবার বিকেলে বলেন, মঙ্গলবার ভারি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি হওয়ার সম্ভাবনাও খুব কম। দিনভর রোদই থাকবে। তাপমাত্রা বেশ বেড়ে যাবে।
ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ক্ষীণ জানিয়ে পরিচালক বলেন, তবে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল বগুড়া, রংপুর, দিনাজপুর ও সৈয়দপুরে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।