‘মাছের রাজা ইলিশ, প্রার্থীর রাজা সাঈদ’
‘মাছের রাজা ইলিশ, প্রার্থীর রাজা সাঈদ’ স্লোগানে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের পক্ষে নির্বাচনী প্রচারণা করছেন তার নেতাকর্মীরা।
সোমবার বিকেলে রাজধানীর মাদারটেক এম এ আজিজ হাই স্কুল মাঠের নির্বাচনী জনসভা থেকে এই স্লোগানে সাঈদ খোকনের পক্ষে ভোট চান মহানগরের নেতারা।
সবুজবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন সাঈদ খোকনের নির্বাচনী কমিটির প্রধান সমন্বয়কারী ড. আব্দুর রাজ্জাক, সমন্বয়ক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, মহানগর কমিটির সহ-সভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
সাঈদ খোকন জনসভায় বলেন, ‘পুরো ঢাকা শহরে আমার বাবার উন্নয়নের ছোঁয়া লেগে আছে। আমাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে ঢাকাকে আধুনিক ডিজিটাল ঢাকায় রূপান্তরিত করা হবে।’
ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘এই সিটি নির্বাচনে প্রমাণ হবে এ দেশের জনগণ জঙ্গিবাদ-যুদ্ধাপরাধী ও ধ্বংসের রাজনীতির পক্ষে নাকি উন্নয়ন ও শান্তির রাজনীতির পক্ষে। ঢাকা দক্ষিণে উন্নয়ন ও শান্তির প্রতীক ইলিশ।’
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘সাঈদ খোকন মেয়র নির্বাচিত হলে নগরের পিতা হিসেবে নয়, নগরের সন্তান ও সেবক হিসেবে ঢাকাবাসীর সেবা করবে। তাই আজ স্লোগান উঠেছে মাছের রাজা ইলিশ, প্রার্থীর রাজা সাঈদ।’
নির্বাচনী জনসভা শেষে সাঈদ খোকন মাদারটেক ও সবুজবাগের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।