বর্ণবাদের অভিযোগে মহাত্মা গান্ধীর ভাস্কর্যে সাদা রং

Gandhiদক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে মহাত্মা গান্ধীর ভাস্কর্যে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দুপুরে দুর্বৃত্তরা ওই ভাস্কর্যটিতে সাদা কালি লেপটে দেয়। এ সময় গান্ধীকে তারা বর্ণবাদী বলে অভিহিত করে।
নিরাপত্তাকর্মী এন্টান্ডজো খিপি জানান, রবিবার দুপুরে কয়েকজন লোক একটি গাড়িতে করে আসে এবং বালতিতে থাকা সাদা রং মহাত্মা গান্ধীর ভাস্কর্যে ঢেলে দেয়। এছাড়া ভাস্কর্যের চারদিকে থাকা ফলকেও (যেখানে গান্ধী সম্পর্কে বিস্তারিত লেখা আছে) রং ঢেলে দেয়।
তিনি জানান, এ সময় তাদের কাছে প্লাকার্ড ছিল এবং তাতে লেখা ছিল ‘বর্ণবাধী গান্ধীর অবশ্যই পতন হোক’।

খিপি জানান, এ সময় তাদের পরনে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) দলীয় পোশাক ছিল। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয় বলে জানান ওই নিরাপত্তাকর্মী।
তবে এএনসির মুখপাত্র কেইথ খোজা ওই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং ক্ষমতাসীন দলের কেউ ওই ঘটনায় জড়িত নয় বলে জানিয়েছেন। তিনি বলেন, তাদের দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই দুর্বৃত্তরা এএনসি দলীয় পোশাক ব্যবহার করেছে।
সূত্র: ইন্ডিয়া টুডে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend