জয়ের ধারা অব্যাহত মোহামেডানের; শেখ রাসেলের ৩ মিনিটের ম্যাজিক

footballসোমবার ৮০ মিনিট পর্যন্ত প্রতিপক্ষ ব্রাদার্সের বিপক্ষে পিছিয়ে শেখ রাসেল। চারিদিকে পয়েন্ট হারানো শঙ্কার হাতছানি। সেখান থেকেই মাত্র ৩ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ব্রাদার্সের সাজানো সংসার। এমিলি-এমিলের ম্যাজিকে সব শঙ্কা উড়িয়ে জয়ের ধারায় ফিরেছে শেখ রাসেল। অন্যদিকে, দিনের অপর ম্যাচে শক্তিশালী মোহামেডান স্পোর্টিং ক্লাবের জয়রথ অব্যাহত রয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার শেষ ১০ মিনিট ঠিক যেন নিজেদের মতোই খেলেছে শেখ রাসেল। তাতেই বাজিমাত; জিতেছে ২-১ গোলের ব্যবধানে। গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ম্যাচের মাত্র ১৬ মিনিটেই গোল করে লিড নিয়েছিল। এবং তা পাক্কা ৬৪ মিনিট ধরেও রেখেছিল। তবে শেষ রক্ষা হয়নি। শেষ ১০ মিনিটের দাপটে ম্যাচ জিতে নিয়েছে রাসেল। ২টি গোল তারা আদায় করেছে মাত্র ৩ মিনিটের ম্যাজিকে। এই ম্যাচে শেখ রাসেলের জয়ের নায়ক এমিলি এবং এমিল। ৮০ মিনিটে পিছিয়ে থাকা রাসেলকে ম্যাচে ফিরিয়েছেন জাহিদ হাসান এমিলি। আর ৮৩ মিনিটে জয়সূচক গোলটি করেছেন ক্যামেরুনের পল এমিল।
১৬ মিনিটে ব্রাদার্সকে এগিয়ে দিয়েছেন কাউসার আলী রাব্বি। শেখ রাসেলের আগুয়ান গোলরক্ষক মামুন খানকে ফাঁকি দিয়ে তার মাথার ওপর দিয়ে বল পাঠিয়েছেন জালে (১-০)। গোল ধরে রাখতে দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে ব্রাদার্স। এ সুযোগে রাসেল চড়াও হয়ে খেলতে থাকে। ৮০ মিনিটে জাহিদ হোসেনের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে দলকে সমতায় ফিরিয়েছেন জাহিদ হাসান এমিলি (১-১)। ২ মিনিট পরই এগিয়ে গিয়েছে শেখ রাসেল। এবারও জাহিদ হোসেনের ক্রস। প্রস্তুত ছিলেন ক্যামেরুনের ফরোয়ার্ড পল এমিল; তিনি তীব্র শটে পরাস্ত করেছেন বিপ্লব ভট্টাচার্য্যকে।

এদিকে, লিগের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে মোহামেডান। তারা ২-০ গোলের ব্যাবধানে হারিয়েছে বিজেএমসিকে। তৌহিদুল আলম সবুজ এবং জুয়েল রানার গোলে জয়ের ধারা অব্যাহত রেখেছে সাদা-কালো শিবির। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মোহামেডান।
ম্যাচের ৫ মিনিটে এগিয়ে গিয়েছে মোহামেডান। তৌহিদুল আলম সবুজ বক্সে বল পেয়ে দুরন্ত এক শটে গোল করেছেন। বিজেএমসি একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। উল্টো ৭০ মিনিটে গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরার পাস থেকে গোল করে দলকে আরো নিরাপদ করেছেন জুয়েল রানা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend