গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার শেরপুর আসছেন আজ
বাংলা নববর্ষকে বরণ এবং কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের আনন্দ ভাগাভাগি করে নিতে শেরপুরের সেই সোহাগপুর বিধবা পল্লীতে আসছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাঃ ইমরান এইচ সরকার। পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) মঙ্গলবার দুপুরে ডাঃ ইমরান এইচ সরকারের নেতৃত্বে গণজাগরণ মঞ্চের ৫০ সদস্যের একটি দল বিধবা পল্লীতে আসছেন। এ নিয়ে এবার আনন্দ-উৎসবে ভাসছে বিধবা পল্লী। এজন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় বাড়ানো হয়েছে নিরাপত্তা তৎপরতা।
জানা যায়, শনিবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জামায়াত নেতা ও আলবদর সংগঠক মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের পরপরই শাহবাগ গণজাগরণ মঞ্চ থেকে ডাঃ ইমরান এইচ সরকার প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে এবারের পহেলা বৈশাখ সোহাগপুর বিধবা পল্লীর বিধবা ও তাদের স্বজনদের সাথে কাটানোর ঘোষণা দেন। ওই ঘোষণা মোতাবেকই তারা মঙ্গলবার বিধবা পল্লীতে যাচ্ছেন। তাদের সাথে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, কেবল বর্ষবরণ উপলক্ষ্যেই নয়, ঘাতক কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের আনন্দ-তৃপ্তি ভাগাভাগি করে নিতেই তারা মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যে অবধি বিধবা ও তাদের স্বজনদের সাথে সময় কাটাবেন। স্ব-চক্ষে দেখবেন তাদের সংসার জীবনের চিত্র।
এদিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্রের নেতৃত্বে একটি দলের বিধবা পল্লীতে আগন উপলক্ষ্যে ওই এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। আয়োজন করা হয়েছে পান্তা ইলিশের। আয়োজনে থাকছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এজন্য কাকরকান্দি বাজারে নির্মাণ করা হয়েছে বর্ণাঢ্য মঞ্চ। আর ওই উৎসব প্রস্তুতিতে সহায়তা করছে স্থানীয় কাকরকান্দি ইউনিয়ন পরিষদসহ এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করে সোহাগপুর শহীদ পরিবার কল্যাণ সমিতির সভাপতি জালাল উদ্দিন বলেন, গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের আগমন উপলক্ষ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসীর সহায়তায় পান্তা ভোজনসহ সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন চলছে। নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্থানীয় কাকরকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল্লাহ তালুকদার মুকুল বলেন, সোহাগপুর গ্রামের ১শ ২০ পুরুষকে হত্যা ও কয়েকজন নারীকে ধর্ষণের দায়েই ঘাতক কামারুজ্জামানের মৃত্যুদন্ড কার্যকর হওয়ায় বিধবা ও তাদের স্বজনদের পাশাপাশি এলাকাবাসী এমনিতেই স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। আর ওই বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে যারা রাত-দিন রাজপথে থেকে সাহসী আন্দোলন করেছেন, সেই গণজাগরণ মঞ্চের নায়ক ডাঃ ইমরানসহ তাদের প্রতিনিধিদল নববর্ষের প্রথম দিনেই এ এলাকায় বিধবা ও তাদের স্বজনদের সাথে সময় কাটাতে আসছেনÑ এটি আমাদের জন্য বিশাল প্রাপ্তি। এজন্য এলাকায় ইতোমধ্যেই উৎসবের আমেজ তৈরি হয়েছে। আর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে জানানো হয়েছে স্থানীয় প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে।
এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম সোমবার বিকেলে জনকণ্ঠকে জানান, অফিসিয়ালী নিশ্চিত না হলেও জেনেছি পহেলা বৈশাখে জনজাগরণ মঞ্চের মুখপাত্র ডাঃ ইমরান এইচ সরকার তার সহকর্মীদের নিয়ে সোহাগপুর বিধবা পল্লীতে আসছেন। এজন্য ওই এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প থাকলেও নিরাপত্তা পরিস্থিতি অবশ্যই আরও বাড়ানো হবে।