শ্রীবরদীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ
শেরপুরের শ্রীবরদীতে বাংলা নববর্ষ ১৪২২ কে বরণ করা হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর আনুষ্ঠানিকতার মাধ্যমে। এ উপলক্ষে ১৪ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টায় শ্রীবরদী উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিনের নেতত্বে এক র্যালি ও শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।ওই সময় রঙবেরংঙের মুখোশ ও পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেয় শহরের বিভিন্ন শিা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিশু-কিশোর ও তরুণ-তরুণীরা র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিনের সভাপতিত্বে উপজেলা পরিষদের জাম তলায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ‘লীগ সভাপতি মোঃ আশরাফ হোসেন খোকা। বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগ সাধারন সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, উপজেলা কৃষি অফিসার এফ.এম মোবারক আলী, উপজেলা শিক্ষা অফিসার অরুনা রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন প্রমুখ। পরে গ্রাম বাংলার বাঙ্গালীর ঐতিহ্য পান্তা ভাত, ইলিশ, মুড়ি ও ঝুড়ি দিয়ে আপ্যায়ন করা হয়। । পরে দুপুরে লাঠি খেলা ও সন্ধায় বর্ষবরণের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।