নালিতাবাড়িতে নষ্ট হয়েগেছে বোরো আবাদ : কৃষকের মাথায় হাত
আসিফ শাহনেওয়াজ তুষারঃ শেরপুর এর নালিতাবাড়ীর কয়েকটি ইউনিয়নের আবাদকৃত বোরো ফসল “নেক ব্লাস্ট” রোগে নষ্ট হয়ে গেছে. গত ১৫ দিন আগে শীলাবৃষ্টি হওয়ার পর নন্নী, পোড়াগাঁও, নয়াবিল, রাজনগর, রামচন্দ্রকুড়া, কাকরকান্দির অধিকাংশ ফসলের জমিতে এ রোগটি দেখা দেয়. এ রোগের ফলে ধানের শীষ মরে গিয়ে চিটা হয়ে যায়. বিশেষ করে নন্নী ইউনিয়নের ছাইচাকুড়া – উত্তরবন্ধ, পোড়াগাঁও এর আমবাগান-বারোমারী ঘুরে দেখা যায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে “নেক ব্লাস্ট” রোগের ফলে অধিকাংশ ফসলই নষ্ট হয়ে গেছে. কিছুকিছু জায়গায় এমনই ভয়াবহ অবস্থা, একরে ৬০-৭০ মন ফসল পাওয়ার কথা থাকলেও বর্তমানে একর প্রতি ১০ মন ধান পাওয়া যাবে কিনা সন্দেহ।
নন্নী ইউনিয়নের ছাইচাকুড়া গ্রামের কৃষক রেজাউল করিম বলেন, “আমার ৪ একর জমির ফসলের মধ্যে সাড়ে তিন একরই নষ্ট হয়ে গেছে.” একই গ্রামের মহির উদ্দিন বলেন, ” প্রতি একর জমিতে আমরা গড়ে বিশ হাজার টাকা খরচ করছি. অথচ পাঁচ হাজার টাকার ফসল পামু কিনা সন্দেহ. খরচের অধিকাংশ টাকাই ধারদেনা করা. এটা কিভাবে শোধ করমু তা চিন্তা করলে চোখে অন্ধকার দেখি.”
উত্তরবন্ধ এর কৃষক লাভলু , সফিউল, ইসমাইল বলেন, “এই ক্ষতি কাটায়ে উঠার জন্য সরকার যদি ভর্তুকী অথবা ঋনের ব্যবস্থা না করে তাইলে এই অঞ্চলের কৃষকদের বরবাদ হইতে আর বেশি দেরি নাই”
নালিতাবাড়ীর কৃষি কর্মকর্তা শরীফ ইকবাল এর সাথে কথা বলে জানা যায়, “সরকারী ভাবে এ রোগ মোকাবেলায় আগাম সতর্কতা দেওয়া হয়েছিল. যারা আমাদের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় বালাইনাশক ব্যবহার করেছিলেন, তাদের ক্ষতির মাত্রাটা কম হয়েছে. বর্তমানেও “নেক ব্লাস্ট” সম্পর্কে কৃষকদের নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে. ভবিষ্যতে এ রোগের প্রাদুর্ভাব যাতে না হয়, সেজন্য আগাম প্রস্তুতির ব্যবস্থা করা হচ্ছে।