সেনাবাহিনী ছাড়া সুষ্ঠু ভোট অসম্ভব : খালেদা
ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে দ্বিতীয় দিনের প্রচারণা চলাকালে রবিবার সন্ধ্যায় বাড্ডার সুবাস্তু নজর ভ্যালিতে এক দোকান মালিকের প্রশ্নের জবাবে খালেদা জিয়া এ দাবি করেন।
তিনি বলেন, ‘সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য আমরা সেনাবাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছি। সেনাবাহিনী ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগ ভোট চুরি করবে বলে সেনা মোতায়েন চায় না।’
খালেদা জিয়া বলেন, ‘নির্বাচনী প্রচারণায় প্রচুর সাড়া পাচ্ছি। কিন্তু সরকারদলীয় লোকজন আমাদের বাধা দিচ্ছে। আমি কোনো বাধা মানি না। নির্ভয়ে জনগণের কাছে যেতে চাই।’
এর আগে রবিবার বিকেলে উত্তরায় তাবিথ আউয়ালের পক্ষে দ্বিতীয় দিনের গণসংযোগ শুরু করেন খালেদা জিয়া। সেখান থেকে তিনি খিলক্ষেত, যমুনা ফিউচার পার্ক ও বাড্ডা এলাকায় যান। রাত ৮টা ৫০ মিনিটে তিনি গুলশানের বাসভবনে ফিরে যান।